স্পোর্টস ডেস্ক:: মেজর লিগ লিগ ক্রিকেটে এবার ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাকিব। ছয় চারে ২৬ বলে ৩৫ রান করেছেন লস অ্যাঞ্জেলসের হয়ে।
তবে বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশের তারকা। ফলে তার দল ১৬৫ রান করেও জিততে পারেনি। সান ফ্রান্সিসকো ইউনিকর্নস সাকিবের দলকে হারিয়েছে ছয় উইকেটের ব্যবধানে।
আগে ব্যাট করা লস অ্যাঞ্জেলস সাকিব-রাসেলদের ব্যাটে চড়ে ৬ উইকেটে ১৬৫ রান তুলেছিলো। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত ছিলেন আন্দ্রে আসেল। ২৫ বলের ইনিংস সাজিয়েছেন তিন চার ও দুই ছক্কায়। একটি করে চার ও ছক্কায় ১৮ বলে ২৪ রান করেছেন ডেভিড মিলার। চার চারে ১৮ বলে ২৬ রান করেছেন ওপেনার জেসন রয়।
ফ্রান্সিসকোর হয়ে হারিস রউফ ২টি উইকেট লাভ করেন।
১৬৬ রানের টার্গেটে খেলতে নেমে ফিন অ্যালেন ও ম্যাথিউ শটের হাফ সেঞ্চুরিতে মাত্র চার উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করেছেন অ্যালিন। পাঁচ ছক্কা ও চার চারে ৩৭ বলের ইনিংস সাজিয়েছেন তিনি। ২৬ বলে ৫৮ রান করেছেন ম্যাথিউ শর্ট। পাঁচ ছক্কা ও তিন চারে নিজের ইনিংস সাজিয়েছেন তিনি।
লস অ্যাঞ্জেলস নাইটের হয়ে সাকিব ২ ওভারেই ২৭ রান খরচ করেন। ফলে আর বোলিংয়ের সুযোগ পাননি। জনসন পেয়েছেন ৩টি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post