স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন রেকর্ড গড়েছেন জস বাটলার ও যশস্বী জয়সুয়াল। আইপিএলে নিজেদের দলের ইতিহাসে পাওয়ার প্লে’তে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন রাজস্থান রয়্যালসের এই দুই ক্রিকেটার। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে নতুন রেকর্ডে নাম লেখান তারা।
হায়দ্রাবাদের মাঠে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লড়ছে রাজস্থান। যেখানে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পেয়েছে দলটি। এর মধ্যে পাওয়ার প্লে’র প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছেন বাটলার ও জয়সুয়াল। যা কিনা দলটির পক্ষে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পাওয়ার প্লে রানের রেকর্ড।
এর আগে পাওয়ার প্লে’তে এতো বেশি রান হয়নি রাজস্থানের। এতদিন সর্বোচ্চ ৮১ রান ছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ২০২১ সালের আইপিএলে আবু ধাবিতে সেই রেকর্ড গড়েছিল দলটি। এবার সেটিকে টপকে গেছেন বাটলার ও জয়সুয়াল।
এর মধ্যে পাওয়ার প্লে’র এক বল বাকি থাকতে আউট হন বাটলার। তবে খেলে যান ২২ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৪ রানের বিস্ফোরক ইনিংস। প্রায় আড়াইশ স্ট্রাইক রেটে ব্যাট করেন। আর জয়সুয়াল ৬ বাউন্ডারিতে ১৩ বলে ৩০ রান করেন। অবশ্য শেষ পর্যন্ত ম্যাচে আউট হন ৩৭ বলে ৯ বাউন্ডারিতে ৫৪ রানের ইনিংস খেলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা