নিজস্ব প্রতিবেদক:: অধিনায়ক সাকিব আল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে কুমিল্লার বিপক্ষে লড়াইয়ের পূঁজি পেয়েছে বরিশাল। ৮১ রানেল ঝলমলে এক ইনিংস খেলেছেন বরিশালের অধিনায়ক। আগে ব্যাট করা দলটি ৬ উইকেটে ১৭৭ রান তুলেছে।
১৭৮ রানের টার্গেটে ব্যাট করবে ইমরুলের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টস হেরে ব্যাট করতে নামা বরিশাল ওপেনার মিরাজকে হারিয়ে শুরু করে। দলীয় ২৬ রানেই প্রথম উইকেট হারায় দলটি। ৯ বলে ৬ রানে সাজঘরে ফিরেন এই ওপেনার। আরেক ওপেনার বিজয় ফিরেন দলের রান ফিফটি ছুঁতেই। এক চার ও এক ছয়ে ২০ বলে ২০ রান করেন এই ওপেনার।
দ্রুত দুই উইকেট হারানো দলটির হয়ে হাল ধরেন অধিনায়ক সাকিব। কুমিল্লার বোলারদের পিটিয়ে ৮১ রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাতেই লড়াইয়ের পূঁজি পায় দল। ৪৫ বলের বিধ্বংসী ইনিংসে অধিনায়ক আট চার ও চারটি ছক্কা হাঁকান। ২৭ রান করেন ইব্রাজিদ জর্দান। ১০ রানে অপরাজিত থাকেন করিম জান্নাত।
কুমিল্লার হয়ে তানভীর ইসলাম ৪টি, নাঈম ও খুশদিল শাহ ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post