ব্যাডমিন্টনে বাংলাদেশ চ্যাম্পিয়ন সিলেটের খালেদ-দুলাল জুটি

    0
    201

    আম্মার আহমদ, ঢাকা থেকে: সিলেটের ব্যাডমিন্টন তারকা দুলাল-খালেদ জুটি বাংলাদেশে দ্বৈত ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হলেন। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত সামার ওপেন ব্যাডমিন্টন টুর্ণামেন্টে সিলেটেরই আরেক জুটিকে  হারিয়ে চ্যাম্পিয়ন হন।

    ব্যাডমিন্টন টুর্ণামেন্টটিতে ফাইনাল খেলেছে সিলেটের দু’টি জুটি। ফাইনালে দারুণ প্রতিদ্বন্ধিপূর্ণ খেলায় শেষ মুহুর্তে চ্যাম্পিয়ন হয়ে খালেদ-দুলাল জুটি।

    ঢাকার শহীন তাজ উদ্দিন ইনডোর স্টেডিয়ামে শনিবার অনুষ্টিত ফাইনাল খেলায় দুলাল-খালেদ ২-১ সেটে বিজয়ী হন।

    সিলেটের জুটির জয়নাল-সুহেলকে ফাইনালে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সিলেটের দুলাল-খালেদ জুটি।

    বাংলাদেশ সামার ওপেনে ব্যাডমিন্টন টুর্ণামেন্টে ফেনীর জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হন। দ্বিতীয় রাউন্ডে বগুড়ার জুটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলেন।

    কোয়ার্টার ফাইনালে চট্টগ্রামেরে আসাদ, সিলেটের শ্যামল জুটিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন।

    সেমিফাইনালে সুনামগঞ্জের টগর-কাউসার জুটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।

    ফাইনালে আজ বিকালে সিলেটের সুহেল-জয়নালকে জুটিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খালেদ-দুলাল জুটি চ্যাম্পিয়ন হন।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here