নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় চলছে ৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। সারা দেশের শাটলারদেরকে নিয়ে ঢাকায় চলছে দেশের সর্বোচ্চ এই প্রতিযোগিতা।
দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা দল। সিলেট জেলা দলের দ্বৈত জুটিতে মিজানুর রহমান ও রাহাতুল নাঈম চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে সিলেটের এই জুটি হারিয়েছেন বাংলাদেশ আনসারের নিশান-নাজমুল জুটিকে।
ফাইনালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে প্রথম সেটে পিছিয়ে পড়েন সিলেটের মিজান-নাঈম জুটি। তবে পরের দুই সেট টানা জিতে চ্যাম্পিয়ন হন তারা। নিশান-নাজমুল জুটিকে ২-১ ব্যবধানে চ্যাম্পিয়ন হয় সিলেটের জুটি।
এদিকে সিলেট জেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় দুই শাটলার মিজান ও নাঈমকে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ মাহি উদ্দিন আহমদ সেলিম অভিনন্দন জানিয়ে বলেন, নাঈম-মিজান সিলেটকে বাংলাদেশ চ্যাম্পিয়ন করেছেন। আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি। আশা করবো ভবিষ্যতেও তাদের এই সাফল্য যাত্রা অব্যাহত থাকবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০