স্পোর্টস ডেস্ক: ব্যালন ডি’অর ২০১৬’র ফাইনালের জন্য ৩০ জনের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। অাধিপত্য বজায় রেখেছে স্পানিশ জায়ান্টা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। বার্সালোনা অাছে যৌথভাবে দ্বিতীয় স্থানে।
প্রাথমিক তালিকায় থাকা ৩০ জন ফুটবলার হলেন- আগুয়েরো, বেল,বুফন,রোনালদো,ডি বারউন, ডিবালা, গ্রিজম্যান, হিগুয়োন, ইব্রাহিমমোভিচ, ইনিয়েস্তা, ককো, ক্রুস, লেভানডেস্কি, লরিস, মাহরেজ, মেসি, মদ্রিচ, মুলার, নুয়্যার, নেইমার, পায়েট, পেপে, পগবা, পেটরিকো, রামোস, সুয়ারেজ, বারডি, ভিদাল, অাউনবামিয়াং।
দেখে নেয়া যাক কোন ক্লাব থেকে মোট কতজন করে চান্স পেয়েছেন….
১. রিয়াল মাদ্রিদ – ৬ জন
২. বায়ার্ন মিউনিখ – ৪ জন
৩. বার্সেলোনা – ৪ জন
৪. অ্যাতলেটিকো মাদ্রিদ – ৩ জন
৫. জুভেন্টাস – ৩ জন
৬. ম্যানচেস্টার সিটি – ২ জন
৭. ম্যানচেস্টার ইউনাইটেড – ২ জন
৮. লিস্টার সিটি – ২ জন
৯. ওয়েস্টহাম – ১ জন
১০. বরুসিয়া ডর্টমুন্ড – ১ জন
১১. টটেনহাম – ১ জন
১২. স্পোর্টিং লিসবন – ১ জন
গত কয়েক বছর ফিফা বর্ষসেরা পুরস্কার এবং ব্যালন ডি’অর একসাথে মিলিত হয়ে ফিফা ব্যালন ডি’অর পুরস্কার দেয়া হতো।তবে এই বছর থেকে ফিফা কতৃক বর্ষসেরা ফুটবলার এবং ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কতৃক ব্যালন ডি’অর পুরস্কার আলাদাভাবে দেয়া হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০