ব্যালান্স-ব্রেসনেনসহ ৬ জনকে বর্ণবাদের দায়ে নিষিদ্ধ করলো ইংল্যান্ড

0
125

স্পোর্টস ডেস্কঃ বর্ণবাদী আচরণের দায়ে ইংল্যান্ডের ৬ ক্রিকেটার ও কোচকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে আছে গ্যারি ব্যালান্স, টিম ব্রেসনান, ম্যাথু হগার্ড, জন ব্লেইন, অ্যান্ড্রু গল এবং রিচার্ড পাইরাহ। নিষেধাজ্ঞার সাথে এদের সবাইকে আর্থিক জরিমানাও করা হয়েছে।

মূলত ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল ইয়র্কশায়ারের ক্রিকেটার আজিম রফিকের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ আনা হয়েছে এই ছয় জনের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসিবির ক্রিকেট ডিসিপ্লিন কমিশন (সিডিসি) শাস্তি প্রদান করেছে তাদেরকে। শাস্তির পাশাপাশি তাদের সবাইকে নিজের অর্থায়নে বর্ণবাদ ও বৈষম্য শিক্ষা কোর্সে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

এদের মধ্যে ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসরে চলে গেছেন টিম ব্রেসনান ও গ্যারি ব্যালান্স। ২০২২ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাওয়া টিম ব্রেসনানকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসাথে ৪ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে। যদি কখনো ক্রিকেটে ফিরেন ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ব্রেসনান, তাহলে নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে জরিমানার অর্থ নিশ্চিতভাবে দিতে হবে।

কিছুদিন আগে অবসরে যাওয়া ব্যালান্সকে দেওয়া হয়েছে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা। একইসাথে ৩ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। ইংল্যান্ডের পর জিম্বাবুয়ের হয়ে ক্রিকেট খেলা ব্যালান্সের ক্ষেত্রে ব্রেসনানের মতো একইভাবে প্রযোজ্য হবে শাস্তি।

ইয়র্কশায়ারের সাবেক অধিনায়ক ও কোচ অ্যান্ড্রু গলকে চার সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কোচিংয়ে। একইসাথে ৬ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। গলের সহকারী রিচার্ড পাইরাহকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা ও আড়াই হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ম্যাথু হগার্ডকে ৪ হাজার পাউন্ড ও স্কটল্যান্ডের সাবেক ক্রিকেটার জন ব্লেইনকে আড়াই হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here