স্পোর্টস ডেস্কঃ আসন্ন কোপা আমেরিকার আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। রোববার সকালে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একাধিক তারকাকে ছাড়াই একাদশ সাজান ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তাতে খেলায় কিছুটা ছন্দপতন দেখা যায় সেলেসাওদের। যদিও ম্যাচে ২-০ গোলে এগিয়ে ছিল তারা। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় পায় ব্রাজিল।
ম্যাচটি হাঁটছিল ড্রয়ের পথে। কিন্তু যোগ করা সময়ের শেষ দিকে দারুণ এক গোলে ব্যবধান গড়ে দেন এন্দ্রিক। পাঁচ ম্যাচে ব্রাজিলের হয়ে ১৭ বছর বয়সী এই ফুটবলারের এটি তৃতীয় গোল। জাতীয় দলের হয়ে আরেকবার গোল করতে পেরে ভীষণ খুশি ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে এন্দ্রিক বলেন, ‘জাতীয় দলের হয়ে আরেকটি গোল করার সুযোগ দেওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে খুবই কৃতজ্ঞ। স্কোয়াড ও দরিভালের দুর্দান্ত কাজের জন্য ধন্যবাদ। আমরা ভালো অনুশীলন করেছি এবং আশা করি, আরও কঠোর পরিশ্রম করতে পারব কারণ আমাদের লক্ষ্য কোপা আমেরিকা জেতা।’
আগামী বৃহস্পতিবার প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ব্রাজিল। ২৪ জুন কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে তারা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post