স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকায় গতকাল ব্রাজিল–কলম্বিয়া ম্যাচে ব্রাজিলকে একটি পেনাল্টি না দেওয়ার ভুল সিদ্ধান্ত নিয়েছেন রেফারি ও ভিএআর, এমনটাই জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
‘ডি’ গ্রুপের শীর্ষস্থানের জন্য কলম্বিয়ার সঙ্গে লড়াই করছিল ব্রাজিল। প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট পাওয়ায় তাদের প্রয়োজন ছিল জয়। রাফিনহার চমৎকার ফ্রি কিকে দ্বাদশ মিনিটে এগিয়েও গিয়েছিল দরিভাল জুনিয়রের দল। প্রথমার্ধে দ্বিগুণ হতে পারত সেলেসাওদের ব্যবধান। বল পায়ে দারুণ গতিতে ডি বক্সে ঢুকে পড়েছিলেন ভিনিসিউস জুনিয়র। পেছন থেকে ছুটে গিয়ে মরিয়া স্লাইডে বল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েল মুনিয়োস।
প্রথম দেখাতেই মনে হয়েছিল, বলে পা ছোঁয়াতে পারেনি কলম্বিয়ান ডিফেন্ডার। পরে রিপ্লেতে আরও নিশ্চিত হয় সেটি। কিন্তু ব্রাজিলের খেলোয়াড়দের জোরাল দাবির মুখেও পেনাল্টি দেননি ভেনেজুয়েলার রেফারি হেসুস ভালেনজুয়েলা। কয়েকবার পরীক্ষার পরও মুনিয়োস বল স্পর্শ করতে পেরেছিলেন ধরে নিয়ে রেফারির সিদ্ধান্তই বহাল রাখে আর্জেন্টিনার মাউরো ভিলিয়ানোর নেতৃত্বাধীন ভিএআর। তবে বুধবার এক ভিডিও বার্তায় মুনিয়োস বল স্পর্শ করতে পারেননি নিশ্চিত করে, ভুল স্বীকার করে নেয় কনমবেল।
এই ব্যাপারে কনমেবলের ভিডিও বার্তায় বলা হয়, ‘পেনাল্টি বক্সে বল দখলের লড়াইয়ে ডিফেন্ডার বল স্পর্শ করেননি। এর ফলে সংঘর্ষ হয়েছে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটার ক্ষেত্রে এটা যৌক্তিক ছিল না। রেফারি এটি দেখতে ব্যর্থ হয়েছেন এবং খেলা চালিয়ে গেছেন। ভিএআরও এটা দেখতে ব্যর্থ হয়েছে যে ডিফেন্ডার বল স্পর্শ করেননি, তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এরপর ভিএআর মাঠের সিদ্ধান্ত বহাল রাখার ভুল রায় দিয়েছে।’ এদিকে ড্রয়ের পর রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন ব্রাজিল কোচ দরিভাল, ‘সেই (ভিনির ফাউল) মুহূর্তে ব্যবধান ২-০ হতে পারত। এরপরই আমরা গোল হজম করেছি। আমার মতে, এটাই পার্থক্য গড়ে দিয়েছে। স্টেডিয়ামে শুধু সে (রেফারি হেসুস ভালেনজুয়েলা) এবং ভিএআরের দলই টের পায়নি যে ওটা পেনাল্টি ছিল। এতে ব্রাজিলের ক্ষতি হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post