স্পোর্টস ডেস্কঃ ২০২৪ প্যারিস অলিম্পিকের চূড়ান্ত বাছাইয়ে ব্রাজিলকে বিদায় করে নিজেদের নাম লেখাল আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ১-০ গোলে জিতেছে আলবিসেলেস্তারা। যার ফলে অলিম্পিকের গেল দুই আসরে স্বর্ণ জেতা ব্রাজিলকে এবারের আসরে দর্শক হয়ে থাকতে হচ্ছে।
দুই দলের লড়াইয়ে এক প্রকার বাঁচা-মরার ম্যাচ ছিল আর্জেন্টিনা-ব্রাজিলের। মূল পর্বে খেলতে হলে ব্রাজিলের ড্র করলেই চলত। তবে আর্জেন্টিনার জয়ের বিকল্প ছিল না। আর ম্যাচটাও হয়েছে উত্তেজনাকর। দুই দলের জমাট লড়াই দেখেছে সবাই।
তবে গোলের খেলায় বাজিমাত করে ম্যাচটি ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা। ৭৭তম মিনিটে আসে কাঙ্খিত সেই গোল। লুসিয়ানা গনদোর এক হেডে জালে জড়ায় বল। আর এতেই হোঁচট খায় ব্রাজিল। ছিটকে যায় প্যারিস অলিম্পিক থেকে। সাম্বা ঐতিহ্যের দেশটিকে ডুবতে হয় হতাশায়।
অতীতে মোট ৪ বার অলিম্পিকের স্বর্ণপদক জিতেছিল ব্রাজিল। অপরদিকে দুই বার স্বর্ণপদক জেতার ইতিহাস আছে আর্জেন্টিনার। যার মধ্যে ২০০৮ সালে লিওনেল মেসি, আনহেল ডি মারিয়ারা পদক এনে দিয়েছিলেন নিজ দেশকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post