স্পোর্টস ডেস্কঃ ওসাসুনাকে হারিয়ে ২০১৪ সালের পর প্রথম কোপা দেল রের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। গত রাতে প্রতিযোগিতার ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল। ম্যাচে জোড়া গোল করেছেন রদ্রিগো। ওসাসুনার পক্ষে একমাত্র গোলটি লুকাস তোরের।
সেভিয়ার মাঠে রিয়ালের বিপক্ষে ফাইনাল হারে ১০৩ বছরের ক্লাব ইতিহাসে ওসাসুনার একটি বড় শিরোপা জয়ের অপেক্ষা আরও বাড়ল। এর আগে ২০০৫ সালেও প্রতিযোগিতাটির ফাইনালে তারা হেরেছিল, রিয়াল বেতিসের বিপক্ষে। অন্যদিকে তাদেরকে হারিয়ে প্রতিযোগিতায় নিজেদের ২০তম শিরোপা জিতে নিয়েছে মাদ্রিদের দলটি।
স্তাদিও লা কারতুজায় শুরুতেই গোল করে বসেন রিয়ালের রদ্রিগো। বাঁ প্রান্ত দিয়ে ঝড়ের গতিতে ওসাসুনার বক্সে ঢুকে পড়েন ভিনিসিউস। প্রতিপক্ষের দুই-তিনজনকে ড্রিবল করে বল গোলমুখে মাইনাস করেন ভিনি। দূরের পোস্টে অরক্ষিত অবস্থায় অপেক্ষা করছিলেন রদ্রিগো। গোলরক্ষক হেরেরার মাথার ওপর দিয়ে বল জালে জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ওসাসুনাকে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখান লুকাস তোরো। স্প্যানিশ এই মিডফিল্ডারের প্রথম গোলে সমতা টানে দলটি। তবে তাদের সেই স্বপ্ন চাপা পড়ে এক ব্রাজিলিয়ানে। লস ব্লাঙ্কো সমর্থকদের আরো একবার উল্লাসে ভাসান রদ্রিগো। সেভিয়ার গ্যালারী যেন উত্তাল সমুদ্র। লা লিগার শিরোপা বার্সা জিতলেও কোপা দেল রের মুকুট জিতে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০