স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর দুর্দান্ত এক গোলে এক মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরার আশা জাগলো ম্যানচেস্টার ইউনাইটেডের। বোর্নমাউথকে হারিয়ে এরিক টেন হাগের দল ইংলিশ প্রিমিয়ার লিগ শীর্ষ চারে থেকে শেষ করার সম্ভাবনা জাগিয়েছেন।
শীর্ষ চারে থেকে প্রিমিয়ার লিগ শেষ করলে আগামি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফিরবে ম্যানচেস্টার ইউনাইটে। শনিবার রাতের ম্যাচে বাের্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে ম্যানইউ।
৬৯ ম্যাচ খেলা ম্যানইউ জিতেছে ২৬টি ম্যাচ। ছয় ‘ড্র’য়ের সঙ্গে নয় হারে এরিক টেন হাগের দলের পয়েন্ট ৬৯। বোর্নমাউথকে হারিয়ে চারে থাকায় প্রিমিয়ার লিগে ফেরার সম্ভাবনা আছে দলটির।
জয়ের জন্য মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। ম্যাচে ৫৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণ রাখে দলটি। পাসিংয়েও ছিলো এগিলো। ম্যানইউর ৬৫১ পাসের বিপরীতে বাোর্নমাউথের পাস ছিলো ৪৪৫টি।
ম্যাচের শুরুতেই ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো লিড এনে দেন দলকে। ৯ম মিনিটে তার দুর্দান্ত এক গোলে ম্যানইউ এগিয়ে যায় ১-০ গোলে। শুরুতেই পিছিয়ে পড়া বোর্নমাউথ প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। এরিকের দল এগিয়ে থেকে বিরতিতে যায়।
বিরতির পর দুই দলই গোলের জন্য বেশ চেষ্টা করে। কয়েক সুযোগও মিস করে। তবে ম্যানইউর রক্ষণে চিড় ধরাতে পারেনি বোর্নমাউত। নিজেদের রক্ষণ সামলে রাখা কাসেমিরোরাও গোল করতে পারেনি। শেষ পর্যন্ত তাই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০