ব্রাজিলিয়ান তারকার গোলে রিয়ালকে হারাল বার্সেলোনা

0
69

স্পোর্টস ডেস্কঃ নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনায় যোগ দিয়ে রিয়াল মাদ্রিদকে হারাতে মরিয়া ছিলেন রাফিনহা। ব্রাজিলিয়ান এই তারকা এল ক্লাসিকোর অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই এল ক্লাসিকো এলো। আর সেখানে তার চাহিদাও পূর্ণ হলো। রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সা।

আর ২৭তম মিনিটে সেই একমাত্র গোলটি এসেছে রাফিনহার পা থেকেই। দারুণ এক গোলে কাতালান ক্লাবটিকে জয় এনে দিয়েছেন তিনি। ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দাপটের সহিতই খেলেছে বার্সা। লস ব্লাঙ্কোসদের বিপক্ষে এই প্রীতি ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে বার্সার আরেক নতুন সাইনিং রবার্ট লেভানডফস্কির। বার্সার হয়ে অভিষেক ম্যাচে গোল না পেলেও, নজর কেড়েছেন পোলিশ ফরোয়ার্ড।

এই ম্যাচ দিয়ে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের পুরোনো ধ্রুপদী লড়াইয়ের আঁচ মিলেছে। ম্যাচের মাঝে দুই দলের আক্রমণাত্বক ভাব দেখা গিয়েছে। প্রীতি ম্যাচ হলেও, লাস ভেগাসে উত্তাপ ছড়িয়ে এল ক্লাসিকো লড়াই।

ম্যাচে বল দখলে এগিয়ে ছিল রিয়ালই। ৫২ শতাংশ বল দখলে ছিল কার্লো আনচেলত্তির শিষ্যদের। তবে আক্রমণে তেমন ধার ছিল না। হ্যাজার্ড, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র দিয়ে নিয়ে আক্রমণভাগ তেমন ছড়ি ঘুরাতে পারেনি। সব মিলিয়ে ৯টি শট নিতে পেরেছে রিয়াল। একটিও রাখতে পারেনি অন টার্গেটে।

বিপরীতে বার্সার নতুন ত্রয়ী ফাতি, লেভানডফস্কি, রাফিনহা আলো ছড়িয়েছে বেশ। ৪৮ শতাংশ বল দখলে থাকলেও, আক্রমণভাগ ছিল বেশ শক্ত অবস্থানে। সব মিলিয়ে ১৬টি শট নিয়েছে বার্সা। এর মধ্যে ৬টি রেখেছে অন টার্গেটে। সুযোগ পেলেও, ফিনিশিংয়ের ব্যর্থতায় স্কোরলাইন বড় করতে পারেনি জাভির শিষ্যরা।

তবে রিয়ালের বিপক্ষে ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। ১-০ গোলের এই জয়ের চেয়ে বড় বার্তা ছিল, বার্সার নতুন দিনের পথচলা। আগামী দিনে যে দারুণ কিছুর জন্য অপেক্ষা করছে কাতালান সমর্থকদের জন্য, সেটারই ইঙ্গিত মিলেছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here