স্পোর্টস ডেস্কঃ সুইজারল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে ব্রাজিল। যেখানে সেলেকাওদের শুরুর একাদশে আছেন সেন্ট্রাল মিডফিল্ডার ফ্রেড। নেইমার চোটের কারণে নেই এই ম্যাচে। তার জায়গায় অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলবেন লুকাস পাকুয়েতা।
রাইট ব্যাক দানিলোর জায়গায় রিয়াল মাদ্রিদের সেন্ট্রাল ডিফেন্ডার এদের মিলিতাওকে শুরুর একাদশে রাখা হয়েছে। আক্রমণভাগে আছেন রাফিনহা, রিচার্লিসন ও ভিনিসিয়াস। ম্যাচের আগের দিন অসুস্থ থাকলেও গোলরক্ষক অ্যালিসন আছেন একাদশে।
ব্রাজিলের শুরুর একাদশ: অ্যালিসন বেকার, এদের মিলিতাও, মার্কুইনোস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, ফ্রেড, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।
সুইজারল্যান্ডের শুরুর একাদশ: ইয়ান সমার, সিলভান উইডমার, ম্যানুয়েল আকানজি, নিকো এলভেডি, রিকার্ডো রদ্রিগুয়েজ, রেমো ফেউলিয়র, গ্রানিথ সাকা, জিব্রির শো, ফ্যাবিয়ান রেইডার, ব্রেল এমবোলো, রুবেন ভার্গাস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০