স্পোর্টস ডেস্কঃ জর্জ সাম্পাওলিকে নিয়োগ দিল ফ্লামেঙ্গো। ব্রাজিলের এই ক্লাব এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। আর্জেন্টাইন এই কোচ গত মাসে ছিলেন স্প্যানিশ ক্লাব সেভিয়ার দায়িত্বে। তবে লা লিগায় পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে থাকায় চাকরি হারান সাম্পাওলি।
চাকরি হারানোর মাস না যেতেই নতুন ক্লাবের দায়িত্ব দেওয়া হয়েছে সাম্পাওলিকে। যদিও ব্রাজিলের ফুটবল নতুন নয় এই আর্জেন্টাইন কোচের কাছে। এর আগে দেশটির শীর্ষ লিগের দুই ক্লাবকে কোচিং করিয়েছিলেন তিনি। গত ২১ মার্চ সাম্পাওলিকে বরখাস্ত করে সেভিয়া। স্পেনের ক্লাবটিতে তিনি দায়িত্বে ছিলেন স্রেফ মাস পাঁচেক।
ফ্লামেঙ্গো তাদের বিবৃতিতে নতুন কোচ নিয়োগ দেওয়ার খবররে জানায়, সাম্পাওলির সাথে চুক্তি আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। এর আগে আর্জেন্টাইন এই কোচ লা লিগা ছাড়াও নিজ দেশের জাতীয় দলে কাজ করেছেন। লিওনেল মেসি-আনহেল ডি মারিয়াদের কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে তার।
ফ্লামেঙ্গো ক’দিন আগেই বরখাস্ত করে ভিক্টর পেরেইরাকে। এই কোচের স্থলাভিষিক্ত হচ্ছেন সাম্পাওলি। কদিন আগেই পর্তুগিজ এই কোচকে ছাঁটাই করে ব্রাজিলের অন্যতম সফল ক্লাবটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post