ব্রাজিলের তারকাকে দলে ভেড়াল বার্সেলোনা

0
29

স্পোর্টস ডেস্কঃ অনেক দিন ধরে চলা দেন-দরবার অবশেষে নিষ্পত্তি হয়েছে। রাফিনহাকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ট্রান্সফার মার্কেটে চলা গুঞ্জনের অবসান হতে চলেছে। আর নিজেদের ওয়েবসাইটে বিবৃতির মাধ্যমে সেটার অবসান করেছে বার্সা কর্তৃপক্ষ।

এখনও আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে না দিলেও, লিডসের সাথে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছে কাতালান ক্লাবটি। ইতিমধ্যেই স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

সেখানে পৌঁছে আগে মেডিকেল পরীক্ষায় অংশ নেবেন। এরপর চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি। এখন পর্যন্ত চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বার্সা। তবে জানা যাচ্ছে অন্তত পাঁচ বছরের চুক্তিতে দলটিতে যোগ দিচ্ছেন রাফিনহা। অর্থাৎ, ২০২৭ সাল পর্যন্ত বার্সায় থাকবেন তিনি।

লিডস থেকে মোটা অঙ্কের অর্থ দিয়েই রাফিনহাকে দলে নিচ্ছে বার্সা। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে ৬৫ মিলিয়ন ইউরো খরচ করতে হচ্ছে ক্লাবটিকে। নিশ্চিতভাবেই দলের শক্তি বাড়াচ্ছেন জাভি হার্নান্দেজ। নতুন মৌসুমকে সামনে রেখে সমর্থকদের ভালো কিছু দিতে চান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here