নিজস্ব প্রতিবেদকঃঃ বিশ্বকাপে সাপোর্ট করেন ব্রাজিলকে। বাংলাদেশের এই কিশোর প্রিয় দলের পতাকা উড়াতে গিয়ে প্রাণ হারালেন। ঘটনাটি ঘটেছে নওগাঁর ধামইরহাটে। পতামা টানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যাওয়া কিশোরের নাম গণেশ সিং (১৮)।
গতকাল ১১ নভেম্বর শুক্রবার আড়ানগর ইউনিয়নের সিংগারুল গ্রামে এই প্রাণহানির ঘটনা ঘটে। মারা যাওয়া গনেশ গ্রাম পুলিশ শ্রী বিজেত সিংয়ের ছেলে।
জানা যায়, গতকাল দুপুরে গণেশ সিং তার নিজ বাড়ির টিনের চালে উঠে ব্রাজিলের পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পর্শ হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আড়ানগর ইউপি চেয়ারম্যান মো. মোসাদ্দেকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হাসপাতাল থেকে স্বজনরা নিয়ে গেছেন।
এসএনপিস্পোর্টসটুয়েন্টিফোরডটকম/নিপ্র/০০