স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। যেখানে তাদের সামনে বেশ কঠিন প্রতিপক্ষ। কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্যালিফোর্নিয়ার ল্যাভিস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। গ্রুপ চ্যাম্পিয়ন হতে গেলে, এই ম্যাচে জয়ের বিকল্প নাই ব্রাজিলের সামনে, অপরদিকে কলম্বিয়ার কেবল ড্র হলেই চলবে।
এই কলম্বিয়ার সাথে হারলে আবার কোয়ার্টার ফাইনালে যাওয়াও শঙ্কার মুখে পড়ে যেতে পারে ব্রাজিলের। বর্তমানে টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের টেবিল টপার কলম্বিয়া আর এক ড্র ও এক জয়ে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ব্রাজিল। তিনে থাকা কোস্টা রিকার জুলিতে ১ ও চারে থাকা প্যারাগুয়ের নামের পাশে কোনো পয়েন্ট নেই। যদি ব্রাজিল এই ম্যাচে হারে, আর কোস্টা রিকা বড় ব্যবধানে জিতে প্যারাগুয়ের সাথে, তাহলে বাড়ির পথ ধরতে হবে ব্রাজিলকে।
যদিও সেই কাজটা আপাতত বেশ কঠিনই, তবে একেবারে অসম্ভবও কিছু না। সব মিলিয়ে তাই টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়নরা একটু হলেও, দুঃশ্চিন্তায় আছে। সেই দুঃশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে কলম্বিয়ার অবিশ্বাস্য ফর্ম। টানা ২৫ ম্যাচ ধরে অপরাজিত আছে কলম্বিয়া। এর মধ্যে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দেওয়াও যুক্ত আছে। তাই প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। নিজেই জানিয়েছেন, কলম্বিয়ার সেরা প্রজন্মের বিপক্ষে মাঠে নামছে দল।
ম্যাচের আগে দরিভাল জুনিয়র বলেন, ‘আমি মনে করি, সাম্প্রতিক বছরগুলোতে এটিই কলম্বিয়ার ফুটবলারদের সেরা প্রজন্ম। বিশ্বের বড় বড় দলে খেলা ফুটবলার আছে তাদের। বেশ কয়েকজন আমাদের দেশেও (ব্রাজিল) খেলে। এতে কোনো সন্দেহ নেই যে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হবে। হয়তো তেমন উন্মুক্ত খেলা হবে না। কারণ, দুই দলেরই রক্ষণের দিকে বাড়তি নজর থাকবে। তবে আমি মনে করি, ভালো সুযোগ আসতে পারে ম্যাচে। আশা করছি সেটির সেরাটা আমরা নিতে পারব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post