স্পোর্টস ডেস্কঃ ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বিদায় রাঙালেন লুইস সুয়ারেজ। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্লুমিনেন্সের বিপক্ষে বিদায়ী ম্যাচটি জোড়া গোল করে রাঙিয়েছেন গ্রেমিওর উরুগুইয়ান স্ট্রাইকার। এটিই তাঁর ব্রাজিলিয়ান ক্লাবটির জার্সিতে শেষ ম্যাচ।
১১ মাস আগে সুয়ারেজ গ্রেমিওতে যোগ দিয়েছিলেন ২ বছরের চুক্তিতে। তবে ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকারের জন্য ঠাসা সূচি চাপ হয়ে হয়ে উঠছিল। ২০২৩ সালে গ্রেমিওর খেলা ৬৪ ম্যাচের ৫৪টিতেই মাঠে নেমেছেন তিনি। এ সময়ে গোল করেছেন ২৯টি, করিয়েছেন আরও ১৭টি। এর মধ্যে ‘সিরি আ’-তে করা ১৭ গোল ব্রাজিলের শীর্ষ লিগে মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ।
গ্রেমিওর জার্সিতে সুয়ারেজের অভিযান যে শেষ হচ্ছে তা জানা গিয়েছিল আগেই। অবশেষে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে পথচলা শেষ হয়ে গেল তাঁর। ব্রাজিলিয়ান পর্বের শেষ ম্যাচেও দুর্দান্ত ছিলেন তিনি। পেয়েছেন জোড়া গোলের দেখা। এদিকে সুয়ারেজের পরবর্তী গন্তব্য হিসেবে ইন্টার মায়ামির কথা শোনা যাচ্ছে। যেখানে আছেন তাঁর বন্ধু লিওনেল মেসি। যদিও গ্রেমিওর মাঠে সর্বশেষ ম্যাচের দিন বিষয়টি পরিষ্কার করতে চাননি তিনি। সেদিন বলেছিলেন, পরিবারকে সময় দেওয়া এবং স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা তাঁর এই মুহূর্তের প্রধান লক্ষ্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post