স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের গ্রুপ পর্বে সার্বিয়ার পর সুইজারল্যান্ডকে হারাল ব্রাজিল। সোমবার সুইসদের বিপক্ষে ১-০ গোলের জয়ে কাতার আসরের শেষ ষোলো নিশ্চিত করেছে তিতের দল। জয়ের নায়ক ক্যাসেমিরো। ম্যাচের ৮৩ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন তিনি।
বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ক্যাসেমিরো। প্রতিপক্ষের এক ফুটবলারের গায়ে মৃদু স্পর্শ করে একটু দিক পাল্টানো বল ঠেকানোর কোনো সুযোগই ছিল না সুইস গোলরক্ষকের। এই গোলের পর আরো সুযোগ পায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে গোল করতে পারে নি।
দলকে জিতিয়ে স্বাভাবিক উচ্ছ্বাস দেখালেন না ক্যাসেমিরো। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেকে কিছুটা আড়াল করেই রাখলেন। নিজের দিকে সব কৃতিত্ব টেনে নেওয়ার কাজটা করলেন না। শান্তমুখে বললেন, দল জিতেছে, এটাই বড় কথা। তাঁর গোল দলের কাজে এসেছে এটাই তাঁর জন্য তৃপ্তির।
ক্যাসেমিরো বলেন, ‘গোল করার চেয়েও বড় কথা, আমার প্রধানতম লক্ষ্য হচ্ছে দলের কাজে আসা। দলকে সাহায্য করা। আমরা যখন জিতি, তখন দলের প্রতিটি সদস্যই জেতে। গোটা দল জেতে। আমরা যখন হারি, তখন সকলে মিলেই হারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০