স্পোর্টস ডেস্কঃ চলতি মার্চেই দুটি প্রীতি ম্যাচ খেলতে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এই ম্যাচগুলোর আগে একের পর এক চোটে ছিটকে যাচ্ছেন তারকা ফুটবলাররা। অ্যালিসন বেকার, এডারসন মোয়ারেস, মার্কিনিয়োস ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির পর এবার সেই তালিকায় যুক্ত হলেন কাসেমিরো। ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে ম্যাচের আগে চোটের থাবায় জর্জরিত ব্রাজিল, সব মিলিয়ে চোটাক্রান্ত তাদের ১৩ ফুটবলার।
ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটির দল থেকে ছিটকে পড়লেন এবার কাসেমিরো। অভিজ্ঞ এই মিডফিল্ডারের জায়গায় ডাক পেলেন পেপে। আজ (রোববার) রাতে নিজেদের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডও পাবে না কাসেমিরোকে। এদিকে চোট ও বদলি খেলোয়াড় প্রসঙ্গে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা কাসেমিরোকেও হারায়েছি। আসন্ন দুই প্রীতি ম্যাচেই তাকে পাচ্ছি না। তার জায়গায় পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে খেলা মিডফিল্ডার পেপেকে ডাকা হয়েছে।’
আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে লন্ডনে ওয়েম্বলি স্টেডিয়ামে খেলবে ব্রাজিল। তিনদিন পর মাদ্রিদে তাদের প্রতিপক্ষ স্পেন। এই ম্যাচটি বর্ণবাদের বিরুদ্ধে খেলবে দু’দল। এদিকে স্পেন সবশেষ ব্রাজিলের বিপক্ষে খেলেছিল ২০১৩ সালের কনফেডারেশন্স কাপে। এবার তারা দশমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে। এদিকে এই ম্যাচের দল আগেই ঘোষণা করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। চোটের কারণে এ দুই ম্যাচের স্কোয়াডে নেই বার্সেলোনার তরুণ মিডফিল্ডার গাবি। প্রথমবার দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবারসি। এছাড়া ২৪ বছর বয়সী সেন্টারব্যাক ড্যানিয়েল ভিভিয়ানকেও প্রথমবারের মতো স্পেন দলে ডাকা হয়েছে। দলে ফিরেছেন অ্যালেক্স বায়েনা, পাবলো সারাবিয়া ও জেরার্ড মোরেনো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post