স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা উইলিয়ান মাকে হারিয়েছেন। ক্যান্সারের কারণে মৃত্যু হয়েছে তার, নিজের ফেসবুক পেজে নিশ্চিত করেছেন ইংলিশ ক্লাব চেলসিতে খেলা উইলিয়ান।
উইলিয়ান জানান, গত সেপ্টেম্বর থেকে কাঁধের ব্যথায় ভুগছিলেন তার মা। আর ব্রাজিলেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
মায়ের মৃত্যুর খবর শুনে লন্ডন থেকে ব্রাজিলে ফেরত যান উইলিয়ান। এর আগে জাতীয় দলের হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে একটি গোলও করেন তিনি। আগামী রোববার তার ক্লাব চেলসি বড় ম্যাচে লিচেস্টার সিটির বিপক্ষে লড়বে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০