স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে ভালো নেই আর্জেন্টিনা। বিশ্বকাপের মূল পর্বে যাওয়া নিয়ে শঙ্কা মেসি বাহিনীর। এমন পরিস্থিতিতে আর্জেন্টিনাকে নামতে হবে ব্রাজিলের বিপক্ষে। ব্রাজিল মহারণের আগে দলে ফিরেছেন মেসি। এর আগে দু’টি ম্যাচ তিনি খেলতে পারেননি।
রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দলে চোট কাটিয়ে ফিরেছেন লিওনেল মেসি। আগামী ১১ নভেম্বর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা।
১১ নভেম্বর বাংলাদেশ সময় ভোরে বেলো হরিজন্তেতে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলবে মেসিরা।
আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক: নাহুয়েল গুসমান, সার্জিও রোমেরো, জেরোনিমো রুলি।
ডিফেন্ডার: মাটিন দেমিচেলিস, মাতেও মুসাচ্চিও, নিকোলাস ওটামেন্ডি, ফুনেস মোরি, গাব্রিয়েল মেরকাদো, ফাকুন্দো রনকাগলিয়া, এমানুয়েল মাস, পাবলো জাবালেটা।
মিডফিল্ডার: মাশ্চেরানো, গিদো পিসাররো, লুকাস বিগলিয়া, এভার বানেগা, এনজো পেরেজ, নিকোলাস গাইতান, ডি মারিয়া, হুলিও বুফ্ফারিনি, মার্কোস আকুনা।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোররেয়া, লুকাস প্রাত্তো, সার্জিও আগুয়েরো, পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়েইন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০