ব্রাজিের কাছে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ শঙ্কায় পড়লো আর্জেন্টিনা

0
26

স্পোর্টস ডেস্ক: গ্রুপের শীর্ষ চার দল খেলবে বিশ্বকাপ। পঞ্চম দলকে ইন্টার-কনফেডারেশনে প্লে-অফ খেলতে হবে। আর ষষ্ট দল সুযোগই পাবে না বিশ্বকাপে অংশ গ্রহণের।

এমন জঠীল সমকরণে আর্জেন্টিনার অবস্থান কিন্তুু ষষ্ট স্থানেই। আজ ব্রাজিলের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে দলটি বিশ্বকাপ যাত্রা আরো কঠীন করে তুললো। বিশ্ব ফুটবলের এই পরাশক্তি দলটি এখন বিশ্বকাপ খেলতে পারে কিনা সে শঙ্কাই দেখা দিয়েছে।

আজ বিশ্বকাপ বাছাইপর্বে লিওনেল মেসির দলকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে নেইমারের ব্রাজিল। ব্রাজিলের বেলো হোরিজন্তে মাঠে নামে আর্জেন্টিনা-ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই আতিথ্য নেওয়া মেসি বাহিনীকে চেপে ধরে খেলতে থাকে স্বাগতিকরা। খেলার ২৫তম মিনিটে প্রথম লিড নেয় ব্রাজিল। নেইমারের অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে নেন ফিলিপ কোউতিনহো (১-০)।

এর আক্রমণে আর্জেন্টিনার ডি বক্স ব্যস্ত রাখে ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মেসির বার্সা সতীর্থ নেইমার। গ্যাব্রিয়েল জিসাসের অ্যাসিস্ট থেকে গোলটি করেন নেইমার।

বিরতির পর আর্জেন্টিনাকে ম্যাচ থেকে ছিটকে দেন পাউলিনহো। রেনাতো অগাস্টোর সহায়তায় ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন পাউলিনহো (৩-০)। ম্যাচের বাকি সময়ে ব্যবধান কমাতে পারেনি এদগার্দো বাউজার শিষ্যরা। ফলে, ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ শেষে বাছাইপর্বের পয়েন্ট টেবিলে ব্রাজিলের আধিপত্য বিরাজ করছে। এখন পর্যন্ত ১১ ম্যাচে সর্বোচ্চ ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দলটি। অন্যদিকে বিশ্বকাপ শঙ্কায় দিন কাটছে আর্জেন্টিনার। কারণ ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বর্তমানে ছয়ে রয়েছে আর্জেন্টিনা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here