নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩১ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। মাঝারি পুঁজি নিয়েও দলটি দেখা পেয়েছে দারুণ জয়ের। বৃষ্টির কারণে বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচটি নেমে এসেছিল ৪৩ ওভারে। তবে দুই দলের কেউই ৪৩ ওভার ব্যাট করতে পারেনি।
টস হেরে ব্যাট করতে নেমে ৩৯.১ ওভারে ১৪৯ রানে শেষ হয়ে যায় রূপগঞ্জের ইনিংস। সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক শামসুর রহমান শুভ। এর বাইরে ফরহাদ হোসেইন ২৫ ও রোহানদ্দৌলা বর্ষণ করেছেন ২১ রান। আর কেউই বলার মতো রান করতে পারেননি দলের হয়ে।
ব্রাদার্সের হয়ে এদিন ৩টি উইকেট নেন অধিনায়ক মনির হোসেন। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন আবু জায়েদ রাহী, রাহাতুল ফেরদৌস জাভেদ ও নাঈম ইসলাম জুনিয়র।
ডিএলএস মেথডে ১৪৮ রানের জবাবে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই ওপেনার রহমতউল্লাহর উইকেট হারায় ব্রাদার্স। এরপর ইমতিয়াজ তান্না ও জাভেদ মিলে ৪৩ রানের জুটি গড়ে দলকে স্বস্তি দেন। তবে এই জুটি ভাঙতেই বিপদে পড়ে ব্রাদার্স। সেখান আর ঘুরে দাঁড়াতে পারেনি ভালোভাবে। মাঝে একটি জুটি আশা দেখালেও, সেটাও ফিকে হয়ে যায় পরবর্তীতে।
শেষ পর্যন্ত ৩৯.২ ওভারে ১১৬ রানেই গুঁটিয়ে যায় ব্রাদার্সের ইনিংস। দলটির পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন আব্দুল মজিদ। তান্নার ব্যাট থেকে ২২ রান আসে। এর বাইরে আর কেউই তেমন বলার মতো রান করতে পারেননি।
রূপগঞ্জ টাইগার্সের হয়ে আবু হাশিম ২৬ রান খরচায় একাই ৪টি উইকেট লাভ করেন। বর্ষণ ও মামুন শিকার করেন ২টি করে উইকেট।
Discussion about this post