স্পোর্টস ডেস্কঃ দুই মৌসুম বিরতি দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরেও টিকতে পারল না ব্রাদার্স ইউনিয়ন। প্রিমিয়ার লিগ থেকে গোপীবাগের দলটির অবনমন হয়েছে। চলতি লিগে ব্রাদার্স পুরো সময় দশ দলের মধ্যে দশম স্থানেই ছিল। প্রথম লেগ শেষেই অনুমেয় ছিল ব্রাদার্সের অবনমন।
আজ (শনিবার) রাজশাহীতে হোম ভেন্যুতে ব্রাদার্স ইউনিয়ন ২-৩ গোলে শেখ রাসেলের বিপক্ষে হেরেছে। এতে ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৭। শেষ ম্যাচে পুলিশের বিপক্ষে জিতলে দাঁড়াবে ১০ পয়েন্ট। ফলে রহমতগঞ্জের ১৩ পয়েন্ট আর স্পর্শ করা সম্ভব নয়। তাই এক রাউন্ড বাকি থাকতেই প্রিমিয়ার লিগ থেকে নেমে যেতে হচ্ছে ব্রাদার্সকে।
এদিকে দিনের আরেক ম্যাচে চার রাউন্ড পর জয়ে ফিরল মোহামেডান। আলফাজ আহমেদের দল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শনিবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৩-১ গোলে হারায়। সুলেমানে দিয়াবাতে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এমানুয়েল সানডে। শেষ দিকে দিয়াবাতে ব্যবধান আরও বাড়ান। এদিকে অন্য ম্যাচে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে ঢাকা আবাহনী তুলে নিয়েছে অভাবনীয় জয়।
দুই গোলে পিছিয়ে থাকার পর শেষ দিকে স্টুয়ার্ট কর্নেলিয়াসের হ্যাটট্রিকে চট্টগ্রাম আবাহনীকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ঢাকা আবহনী। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে আবাহনী। ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে শেখ রাসেল। এই তিন দলের হাতে আছে একটি করে ম্যাচ।আগেই লিগ শিরোপা ঘরে তোলা বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪২। আর অবনমন নিশ্চিত হয়েছে ব্রাদার্সের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post