স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের কাছে শেখ রাসেল ৩-১ গোলে হেরেছে।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকে আধিপত্য নিজেদের দখলে রেখে ব্রাদার্স ইউনিয়ন। ভালো শুরু করলেও শেষ পর্যন্ত তা আর ধরে রাখতে পারেনি শেখ রাসেল।
ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত শেখ রাসেল।কিন্তু পল এমিল গোল আদায় করে নিতে ব্যর্থ হন। সপ্তদশ মিনিটে লিড নেয় ব্রাদার্স। দুর্দান্ত কোনাকুনি শটে এনকোচা কিংসলে গোল করেন (১-০)।
এর তিন মিনিট পর অগাস্টিন ওয়ালসনের গোলে ২-০ গোলে এগিয়ে যায় ব্রাদার্স। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-০ গোলের স্কোর নিয়ে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাদার্স।
বিরতির পর খেলার ৫৫তম মিনিটে ব্যবধান কমায় শেখ রাসেল। শাখাওয়াতহোসেন রনির নিখুঁত শটে লক্ষ্যভেদ হলে ২-১ এ ম্যাচ গড়ায়। তবে, শেষ মিনিটেওয়ালসনের গোলে ৩-১ এ এগিয়ে যায় ব্রাদার্স। আর এই স্কোরলাইন নিয়েই মাঠ ছাড়ে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০