স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ও ব্রাদার্স ইউনিয়নের খেলা সমতায় শেষ হয়েছে।
মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে খেলায় ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান রিক্রুট সাইমন ইডজুকা ও ব্রাদার্সের হাইতিয়ান স্কোরার অগাস্টিন ওয়ালসন গোল করেন। খেলার ২৭ মিনিটে ইডজুকার গোলে এগিয়ে গিয়েছিল মুক্তিযোদ্ধা। কিন্তু ৭৫ সিনিটে ওয়ালসন সমতা আনলে ম্যাচ ড্রয়ে শেষ হয়।
এ ম্যাচের পর ১৪ খেলায় মুক্তিযোদ্ধার পয়েন্ট ২০, তাদের অবস্থান ষষ্ঠ। ১৭ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে ব্রাদার্স।
এ ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো ময়মনসিংহ পর্ব। শুক্রবার চট্টগ্রামে শুরু হবে ১৫তম রাউন্ডের খেলা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বাটি/০০