ব্রাহ্মণবাড়িয়ায় আশরাফুলের পিতার দাফন সম্পন্ন

0
25

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ইসলামের পিতা আব্দুল মতিনের দাফন সম্পন্ন হয়েছে।

ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজ গ্রামে তার মরদেহ দাফন করা হয়। মঙ্গলবার  বিকেলে আশরাফুলের নিজ গ্রাম মানিকপুর হাফেজ মোহাম্মদুল্লাহ ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আশরাফুলের বাবা আব্দুল মতিন সোমবার রাতে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন।

প্রয়াতের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার, হোমনা উপজেলা চেয়ারম্যান আজিজুল হক মোল্লা, উপজেলা বিএনপির সহ সভাপতি মাহাবুব হাসান বাবু, নাজমুল হুদা, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রেসক্লাব সভাপতি সাব্বির আহমেদ সুবীর, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সজল প্রমুখ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here