নিজস্ব প্রতিবেদকঃ মাঠের খেলায় ইংল্যান্ডকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবারের মতো ৩-০’তে টি-টোয়েন্টি সিরিজে উড়িয়ে দিয়েছে সাকিব আল হাসানের দল। আর এমন দারুণ পারফম্যান্সের জন্য পুরষ্কার দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ব্রিটিশদের ধবলধোলাই করায় ৩ কোটি টাকা পুরষ্কার দিতে যাচ্ছে বিসিবি। দুর্দান্ত পারফম্যান্সের কারণে পুরো বাংলাদেশ দল অর্থাৎ, খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের এই পুরষ্কার দেবে বোর্ড। যদিও আনুষ্ঠানিকভাবে এই টাকার অঙ্কটা প্রকাশ করেনি বিসিবি। তবে বিসিবি পাড়ায় গুঞ্জন, ৩ কোটি টাকা হতে যাচ্ছে বোনাসের পরিমাণ। সেই সংখ্যাটা আরও বাড়তেও পারে। দুই-তিন দিনের মধ্যেই সেটা ঘোষণা হতে পারে।
কোনো দলের সাথে যখন প্রথমবার সিরিজ জেতে বাংলাদেশ, তখন এমনিতেই বোনাস দেওয়া হয়। কিন্তু এবার যোগ হয়েছে মাত্র মাস চারেক আগে টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মতো তৃপ্তি। এছাড়া ইংলিশ দলে খেলেছেন সব বিশ্ব তারকারা। তাদের বিপক্ষে একেবারে তরুণ দল নিয়ে এমন দাপট, তাই ক্রিকেটারদের থেকে বাড়তি চাওয়া ছিল।
বিসিবি এমনিতে একটি বোনাস দেবে। একইসাথে যে যত ভালো পারফম্যান্স করেছেন, তাদের পারফম্যান্স অনুযায়ী পারফম্যান্স বোনাস আলাদা করে দেবে বিসিবি। সিরিজ শেষে এটি জানিয়েছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘যেকোনো দলের সাথে প্রথমবার কিছু করলে আমরা ওদেরকে ভালো বোনাস দেই। সব দলের সাথেই সিরিজ জেতা হয়ে গিয়েছিল, শুধু ইংল্যান্ড বাকি ছিল। ওদের সাথে সিরিজ এর আগে আমরা জিতিনি। কাজেই সেজন্য তারা ওটা পাবে।’
পাপন আরও বলেন, ‘এখানে দুটো অতিরিক্ত জিনিস আছে। মাত্র চার মাস আগে যারা বিশ্ব চ্যাম্পিয়ন তাদেরকে হারানো। আর এমন একটা দল যাদের সঙ্গে আমরা অনেক বছর খেলি না। ৮ বছর (৭ বছর) পরে আসলো, ১২ বছর ধরে আমরা ওদের ওখানে যাই না। সুতরাং আমরা অভ্যস্ত না ওদের সাথে খেলে। এবং অনেকগুলো খেলোয়াড় আছে, যারা আইপিএলের মতো টুর্নামেন্টে খেলে। আইপিএলে সাধারণত সেরা খেলোয়াড়রাই খেলে। ওদেরকে মোকাবেলা করে নতুন নতুন ছেলেরা। অবশ্যই এটা নতুন চ্যালেঞ্জ ছিল। আরেকটা জিনিস হলো উইকেট। বিপিএল থেকেই আমরা ভালো উইকেট করার চেষ্টা করেছি। আহামরী কিছু না হলেও, আমরা জানি মিরপুরে একটু আনপ্রেডিক্টেবল উইকেট। যদিও দুই দলের জন্যই…।
‘ওরা বলছে এটা একটু বিশেষ, চ্যাম্পিয়নদের হারানো সাথে ৩-০’তে হোয়াইটওয়াশ। কাজেই ওরা একটু বেশি চেয়েছে। আমি বলেছি অবশ্যই দেখবো। তবে যেটা ওরা সব সময় পেয়ে থাকে ওটাই পাবে। এর বাইরে ব্যক্তিগত পারফম্যান্সের বোনাসটা আলাদা করে দেবে বিসিবি। এটা কতো হবে এখনই বলা মুশকিল, কাল-পরশুর মধ্যে জানতে পারবেন।’ যোগ করেন বিসিবি বস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post