স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতা নাইট রাইডার্সকে ২৩ রানে হারিয়েছে হায়দ্রাবাদ। লিটনবিহীন কলকাতা আসরে নিজেদের দ্বিতীয় হার দেখেছে। অপরদিকে হায়দ্রাবাদ তুলে নিয়েছে নিজেদের দ্বিতীয় জয়।
ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রানের পাহাড়সম পুঁজি পায়। দলের হয়ে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন হ্যারি ব্রুক। ইংলিশ তরুণ ব্যাটার ৫৫ বলে ১২ বাউন্ডারি ও ৩ ছক্কার মারে ১০০ রানে অপরাজিত থাকেন। আইপিএলের চলতি আসরে প্রথম সেঞ্চুরি এটি।
এছাড়া হায়দ্রাবাদ অধিনায়ক এইডেন মার্করামও খেলেন বিস্ফোরক ইনিংস। ২৬ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫০ রান করেন তিনি। ১৭ বলে ৩২ রানের ক্যামিও খেলেন অভিষেক শর্মা। ৬ বলে ১৬ রানের ক্যামিও খেলে অপরাজিত ছিলেন হেনরিখ ক্লাসেন।
কলকাতার হয়ে ২.১ ওভার বল করে ২২ রান খরচায় ৩ উইকেট নেন আন্দ্রে রাসেল। চোটের কারণে পুরো ওভার বোলিং করতে পারেননি।
২২৯ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ডাক মেরে ফিরে যান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা ভেঙ্কটেশ আইয়ার ১১ বলে ১০ রান করে আউট হন। চারে নেমে গোল্ডেন ডাক মারেন সুনীল নারাইন। এক প্রান্ত আগলে খেলতে থাকা ওপেনার নারায়ণ জগদীশন ২১ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৬ রান করে ফিরে যান। ফের ব্যাট হাতে ব্যর্থ হন আন্দ্রে রাসেল। ৬ বলে মাত্র ৩ রান করেন।
দলীয় একশ’র আগেই পাঁচ উইকেট হারানো কলকাতার হয়ে হাল ধরনে অধিনায়ক নীতিশ রানা ও রিঙ্কু সিং। দুজনে ৬৯ রানের দারুণ জুটি কেবল পরাজয়ের ব্যবধানই কমায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান করতে পারে কলকাতা। অধিনায়ক নীতিশ রানা ৪১ বলে ৫ বাউন্ডারি ও ৬ ছক্কার মারে ৭৫ রানের ইনিংস খেলেন। ৩১ বলে ৪টি করে চার ও ছয়ের মারে ৫৮ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং।
হায়দ্রাবাদের হয়ে মৈয়াঙ্ক মার্কান্ডে ও মার্কো জেনসেন ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post