স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ধসিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের সামনে পাত্তায়ই পায়নি ভারত দল। স্বাগতিকদের মাত্র ১১৭ রানেই গুঁটিয়ে দিয়ে, ব্যাট করতে নেমে ১১ ওভারেই সেটি ১০ উইকেট হাতে রেখেই টপকে যায় স্টিভ স্মিথের দল। এতে করে সিরিজে ১-১ সমতায় ফিরে সফরকারীরা।
এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মিচেল স্টার্ক। ৮ ওভার বল করে ১ মেইডেনসহ ৫৩ রান খরচ করে একাই শিকার করেছেন ৫ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে নবমবারের মতো ওয়ানডেতে ৫ উইকেটের দেখা পেয়েছেন। আর এতেই নতুন মাইলফলক নাম লিখিয়েছেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ৯ বার করে ৫ উইকেট শিকার করেছেন স্টার্ক। এই বাঁহাতি পেসার নিজের নাম বসিয়েছেন স্বদেশী ব্রেট লি ও পাকিস্তানের কিংবদন্তী শহীদ আফ্রিদির নামের পাশে। তবে মাত্র ১০৯ ইনিংসে স্টার্ক এমন কীর্তি গড়ে তাদের থেকে অনেক কম ইনিংসে এই জায়গায় এসেছেন।
স্টার্কের সামনে সুযোগ রয়েছে সবাইকে ছাড়িয়ে যাওয়ার। ব্রেট লি, আফ্রিদি তো বটেই, শীর্ষ দুইয়ে থাকা পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিস ও শ্রীলঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরনকেও ছাড়িয়ে যেতে পারার সুযোগ স্টার্কের সামনে।
ওয়ানডেতে সর্বোচ্চ সংখ্যক ৫ উইকেট শিকার করা বোলার
১। ওয়াকার ইউনিস- ১৩ বার (২৫৮ ইনিংস)
২। মুত্তিয়া মুরালিধরন- ১০ বার (৩৪১ ইনিংস)
৩। মিচেল স্টার্ক- ৯ বার (১০৯ ইনিংস)*
৪। ব্রেট লি- ৯ বার (২১৭ ইনিংস)
৫। শহীদ আফ্রিদি- ৯ বার (৩৭২ ইনিংস)
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post