স্পোর্টস ডেস্কঃ ডিওয়াল্ড ব্রেভিস খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস, তাতে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটের জয় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের। ৯৮ রানে অপরাজিত থাকেন প্রোটিয়াদের বয়সভিত্তিক দল থেকে ওঠে আসা ব্রেভিস। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস।
শ্রীলঙ্কা নিজেদের মাঠে আগে ব্যাট করে স্কোর বোর্ডে জমা করে ২৬৪ রান। জবাব দিতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন ব্রেভিস। ফর্মে থাকা সত্বেও সম্প্রতি শেষ হওয়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এক ম্যাচও মাঠে নামা হয় নি ডানহাতি এই ব্যাটারের। সবশেষ গত মার্চের পর ম্যাচ খেলতে নেমে মাত্র ৭১ বলে ৯৮ রান করেছেন তিনি।
শ্রীলঙ্কার করে ২৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা হয় নি ভালো। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার জর্ডান হারম্যান। এর পর টনি ডি জর্জি-কিগান পিটারসেন ৬৫ রানের জুটি গড়েন। তবে মিডল অর্ডারের ব্যাটাররা দ্রুত ফিরলে বেশ চাপে সফরকারীরা। এক পর্যায় তাদের স্কোর বোর্ড ছিল ৬ উইকেটে ১৫৫ রান। কিন্তু সেখান থেকে ব্রেভিস ৬টি চার ও ৭টি ছক্কা মেরে ৯৮ রান করেন। তাঁকে দারুণ সঙ্গ দেন বিয়ারস সোয়ানেপোয়েল। ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায় তিনি করেন ৪৩ রান।
এর আগে ব্যাট করে শ্রীলঙ্কার জেনিথ লিয়াঞ্জ সর্বোচ্চ ৭৬ রান করেন। এছাড়াও নিশান মাদুশকা ৬৮ এবং আশেন বান্দারা ৪১ রান করেন। লিয়াঞ্জ ৭৯ বলে অপরাজিত ৭৬ রান করেন যার মধ্যে ৭টি চার ও ১টি ছক্কা ছিল। দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন লুথো সিপামলা। তিন ওয়ানডে শেষে দু’দল দুটি চারদিনের ম্যাচ খেলবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post