ব্রেসওয়েলকে দলে নিল ব্যাঙ্গালোর

0
41

স্পোর্টস ডেস্কঃ সবশেষ বাংলাদেশ সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ছিলেন উইল জ্যাকস। তবে টম অ্যাবেলের ইনজুরিতে ওয়ানডে দলেও ডাকা হয় তাকে। টাইগারদের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় এই ব্যাটিং অলরাউন্ডারের। তবে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে পায়ের উরুতে চোট পান জ্যাকস।

আর সেই চোটে পড়ে পুরো বাংলাদেশ সফর থেকে ছিটকে যান। তৃতীয় ওয়ানডের পাশাপাশি খেলা হয়নি টি-টোয়েন্টি সিরিজেও। শুধুমাত্র বাংলাদেশ সফরই নয়, কিছুদিন পর শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও ছিটকে যান এই তারকা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩ কোটি ২০ লাখ রুপিতে উইল জ্যাকস দলে নিয়েছিল। তবে প্রথমবারের মতো আইপিএলে খেলা হচ্ছে না জ্যাকসের। আর তার বদলি হিসেবে এবার মাইকেল ব্রেসওয়েলকে দলে ভিড়িয়েছে ব্যাঙ্গালোর। ৩২ বছর বয়সি এই অলরাউন্ডারের এর আগে কখনো আইপিএল খেলা হয়নি।

তবে ভারত সফরে খেলেছেন ব্রেসওয়েল। দারুণ পারফর্মও করেছেন। যদিও নিলামে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউই। অবশেষ জ্যাকসের সর্বনাশে, ব্রেসওয়েলের কপাল খুললো প্রথমবারের মতো আইপিএল খেলার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১৩ রান করা ও ২১ উইকেট শিকার করা ব্রেসওয়েলকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে কোহলি-ডু প্লেসিসদের দল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here