স্পোর্টস ডেস্ক:: এক ম্যাচ হাতে রেখেই টি-২০ সিরিজ নিশ্চিত করলো সফরকারী নিউজিল্যান্ড। স্বাগতিক আয়ারল্যান্ডকে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো কিউরা।
টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান তুলে। জবাবে খেলতে নামা আয়ারল্যান্ড ১৩.৫ ওভারে মাত্র ৯১ রানেই গুটিয়ে যায়। কিউদের বোলিং তোপে দাঁড়াতেই পারেননি স্বাগতিক ব্যাটাররা।
১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নামা আইরিশরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শুরু থেকেই তাদের চেপে ধরেন সফরকারী বোলাররা। সফরকারীদের হয়ে হ্যাটট্রিক করেন ব্রেসওয়েল। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন মার্ক এডায়ার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন ওপেনার পল স্টার্লিং। এছাড়াও ১৪ রান করেন ক্যাম্পেয়ার।
নিউজিল্যান্ডের হয়ে ব্রেসওয়েল মাত্র ৫ বলে ৫ রানে ৩ টি ও ইশ সোধী ৩ ওভারে ২১ রানে শিকার করেন ৩টি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ক্লেভারের ব্যাটে চড়ে ৪ উইকেটে ১৭৯ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৭৮ রান করেন ডেন ক্লেভার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে ফিন অ্যালিনের ব্যাট থেকে। ২৩ রান করেন গ্রিন ফিলিপস।
আয়ারল্যান্ডের হয়ে জস লিটলি ও ক্রেইগ ইয়ং ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০