ব্রেসওয়েল-চ্যাপম্যানের ব্যাটে ‘রেকর্ড’ রান করে সিরিজ নিউজিল্যান্ডের

0
10

স্পোর্টস ডেস্ক:: দুর্দান্ত মারকুটে ইনিংসে মিচেল ব্রেসওয়েল ও মার্ক চ্যাম্পম্যান সর্বোচ্চ রানের ‘রেকর্ড’ গড়ে দলকে এনে দিলেন ১০২ রানের বড় জয়। দুই ম্যাচের টি-২০ সিরিজ সফরকারী নিউজিল্যান্ড স্বগাতিক স্কটল্যান্ডের বিপক্ষে জিতে নিলো ২-০ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচটিতে রীতিমতো বিধ্বংসী হয়ে উঠে ছিলেন কিউ এই দুই ব্যাটার।

আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ব্রেসওয়েল ও মার্কের ব্যাটে চড়ে ৫ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ করে। জবাবে খেলতে নামা স্কটল্যান্ড ৯ উইকেটে ১৫২ রান তুলতে সমর্থ হয়। টি-২০ সংস্করণে ২৫৪ রান নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলীয় রানের ‘রেকর্ড।’

টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের শুরুটা অবশ্য ভাল হয়নি। দ্রুতই হারায় প্রথম উইকেট। দলীয় ২৫ রানে ব্যক্তিগত মাত্র ৬ রানে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফিন অ্যালেন। আরেক ওপেনার ডেন ক্লেভার করেন ২৮ রান। তিনে নামা মার্ক চ্যাম্পম্যান তুলোধুনো করেন স্বাগতিক বোলারদের। মাত্র ৪৪ বলে ৮৩ রান করেন তিনি। বিধ্বংসী ইনিংসটি সাজিয়েছেন সাত ছক্কা ও পাঁচ চারে।

কম যাননি মিচেল ব্রেসওয়েলও। ব্যাট হাতে তিনিও খেলেন ‘বিস্ফোরক’ ইনিংস। মাত্র ২৫ বলে ৬১ রান অপরাজিত থাকেন। আট চার ও তিন ছয়ে সাজান ফিফটি উর্ধ্ব ইনিংসটি। এছাড়াও ৩১ রান করেন ডেরিল মিচেল। ২৮ রান আসে জিমি নিশামের ব্যাট থেকে।

স্কটল্যান্ডের হয়ে গেভিন মেইন ২টি উইকেট লাভ করেন।

২৫৫ রানের বড় টার্গেটে খেলতে নামা স্বাগতিকরা সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫২ রানে থামে তাদের ইনিংস। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেছেন ক্রিস গ্রিভস। ২২ রান করেছেন অধিনায়ক ব্রিরিংটন। ১৯ রান আসে ওপেনার মানজির ব্যাট থেকে।

নিউজিল্যান্ডের হয়ে জিমি নিশাম ও মিচেল রিমন ২টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here