স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটিতে বাবর আজমের রান যথাক্রমে ৪৯, ৬৫ ও ৫৪। গতকাল করাচিতে চতুর্থ ওয়ানডেতে পাকিস্তান অধিনায়ক তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। এছাড়া দ্রুততম ৫ হাজার রানের মাইলফলকও এই ম্যাচ দিয়ে স্পর্শ করেছেন ডানহাতি এই ব্যাটার।
বাবরের ১০৭ রানের ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয় ১০২ রানে। এই জয়ে ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান। সঙ্গে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ফর্মের তুঙ্গে থাকা বাবরকে এবার কিংবদন্তি স্যার ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পিসিবি সভাপতি রমিজ রাজা।
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘স্যার ডন ব্র্যাডম্যানের চেয়ে কম নয় বাবর আজম। সাদা বলের ক্রিকেটে তো পরিসংখ্যান ও সৌন্দর্যের দিক থকে দুনিয়ার সেরা খেলোয়াড় হয়েই গেছে। এমন ঝুঁকিপূর্ণ সংস্করণে এতটা ধারাবাহিকতা। আগে কখনও কাউকে এমন অর্জন করতে দেখিনি আমি।’
রমিজ আরো বলেন, ‘এমন পারফরম্যান্সের ভিত্তি হলো টেকনিক ও টেম্পারামেন্ট। তার কৌশলগত কোনো সমস্যা নেই। সেটা ঘাসের উইকেট হোক কিংবা করাচির মতো উইকেট, যেখানে বোলররা সংগ্রাম করে, তেমন উইকেট হোক।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post