বড় ব্যবধানে শততম জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

    0
    106

    নিজস্ব প্রতিবেদক: ওয়ানডে ক্রিকেটে ১শ তম জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সঙ্গে আফগানিস্তানকে ১শ৪২৩ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। একই সাথে ঘরের মাঠে টানা ৬ষ্ঠ সিরিজ জিতলো বাংলাদেশ। গত দেড় বছর থেকে ঘরের মাঠে কোন সিরিজ হারেনি লাল-সবুজের টাইগাররা।

    বাংলাদেশের শততম জয়ের ম্যাচে ব্যাটে কেবল সফল হলেন দু’জন ব্যাটসম্যানই। তামিম ইকবাল ওয়ানডে ক্রিকেটে নিজের সপ্তম সেঞ্চুরি করেছেন, সেই সঙ্গে দলের স্কোরকে নিয়ে গেছেন সম্মান জনক পর্যায়ে। কম যাননি সাব্বির রহমান। তামিমের সঙ্গে জুটি বেধে ব্যক্তিগত ভাবে করেছেন ৬৫ রান। এর জনের ব্যাটেই ২শ৭৯ রান করতে পেরেছে বাংলাদেশ।

    আফগানিস্তান ৩৩.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে মাত্র ১শ৩৮ রান।

    টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ওভারে ৮টি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২শ৭৯ রান। তামিম ইকবাল ব‌্যক্তিগত ১শ১৮ রানে মোহাম্মদ নবীর বলে তুলে মারতে গিয়ে নাবিনের হাতে ক্যাচ তুলে দেন। ১১টি চার ও ২ টি ছক্কার সাহর্য্যে তিনি এ রান সংগ্রহ করেন।

    দ্বিতয় সর্বোচ্ছ ৬৫ রান করা সাব্বির রহমান রহমত শাহর বলের সাজঘরের ফেরেন। সাব্বির ৬ চার আর তিন ছয়ে করেন এই রান। এরপর শেষের দিকে মাহমুদুল্লা ছাড়া আর কোন ব্যাটসম্যান তেমন স্কোর করতে পারেননি। মাহমুদুল্লাহ ২২ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।

    এছাড়া সৌম্য সরকার ১১, সাকিব ১৭, মুশফিকুর রহিম ১২, মুসাদ্দেক ৪, মোশাররফ ৪ ও মাশরাফি ২ রান করেন। দীর্ঘ দিন পর দলে ফেরা শফিউল ইসলাম ২ রান করে অপরাজিত থাকেন।

    আফগানিস্তানের হয়ে মোহম্মদ নাবী, আশরাফ ও রাশিদ খান ২টি করে উইকেট পান।

    ২শ৮০ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই হোচট খায় সফরকারী আফগানিস্তান। দলীয় ৫ রানে হারায় প্রথম উইকেট। শুন্য রানেই মাশরাফির শিকার হয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। আফগানিস্তানের ইনিংসে সর্বোচ্ছ ৩৬ রান করা রহমত শাহকে নাসিরের ক্যাচে পরিণত করান তাসকিন। এরপর দ্বিতীয় সর্বোচ্ছ ৩৩ রান করা নওয়াজ মঙ্গলকে সাজঘরে পাঠান দীর্ঘ দিন পর মাঠে ফেরা মোশররফ হোসেন। ২৬ রান করে মোসাদ্দেকের শিকারে নাজিবুল্লাহ জর্দান সাজঘরে ফেরত যান।

    বাংলাদেশের হয়ে মোশাররফ তিনটি, তাসকিন ২টি, মাশরাফি, শফিউল ও মোসাদ্দেক ১টি করে উইকেট পান।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here