নিজস্ব প্রতিবেদকঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারীদের এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। নির্ধারিত ২০ ওভারে দলটি সংগ্রহ করেছে ৫ উইকেটে ১৫৯ রান। যদিও উড়ন্ত শুরু পেয়েছিল দলটি। তবে দশ ওভার শেষে লাগাম টেনে ধরে বাংলাদেশ। অতিরিক্ত বড় করতে দেয়নি স্কোর। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৬০ রান।
টস জিতে ব্যাট করতে নামা ভারত পাওয়ার প্লে’র ৬ ওভারে বিনা উইকেটে ৫৯ রান তুলে। এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা পাওয়ার প্লে এটি। দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা তুলোধুনো করেন টাইগ্রেস বোলারদের।
প্রথম দশ ওভারেও সেই উদ্বোধনী জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ দল। এই সময়ে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৯১ রান তুলেছে ভারত শিবির। তবে ১২তম ওভারের শেষ বলে ভুল বোঝাবুঝিতে অধিনায়ক স্মৃতি মান্ধানা রান আউট হলে, প্রথম ব্রেক থ্রু পায় বাংলাদেশ। ৩৮ বলে ৬ বাউন্ডারিতে ৪৭ রান করেন স্মৃতি। টুর্নামেন্টে এই প্রথম হেসেছে তার ব্যাট।
স্মৃতি আউট হওয়ার পর কিছুটা ছেদ পড়ে ভারতের ব্যাটিংয়ে। ধীর গতিতে উঠে রান। আরেক ওপেনার শেফালিও কিছুটা ঝিমিয়ে পড়েন। দলীয় ১১৪ রানের মাথায় তিনি প্যাভিলিয়নে ফেরেন। তবে আউট হওয়ার আগে হাঁকান ফিফটি। একাদশে ফেরা এই ডানহাতি ব্যাটার খেলেন ৪৪ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৫ রানের ইনিংস।
স্মৃতি ও শেফালির বাইরে রান করেন কেবল জেমিমাহ রদ্রিগেজ। টপ অর্ডার এই ব্যাটার এদিন ২৪ বলে ৪ বাউন্ডারিতে ৩৫ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ভর করেই দেড়শ পার করতে পারে ভারত।
বাংলাদেশের হয়ে ৩ ওভারে ২৭ রান খরচায় ৩টি উইকেট লাভ করেন। ৩ ওভারে মাত্র ১৬ রান খরচায় ১ উইকেট লাভ করেন সালমা খাতুন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা