নিজস্ব প্রতিবেদক: স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় সংগ্রহের পথেই হাটছে ইংল্যান্ড। ৩৫ ওভার শেষে দলটি সংগ্রহ করেছে ২০০ রান। হারিয়েছে মাত্র তিনটি উইকেট। দলীয় ৬৩ রানে সর্বশেষ উইকেটটি হারায় ইংলিশরা। এরপর থেকেই বেন স্টোক্স ও অভিষিক্ত ডকেট দলের রানে চাকাকে সচল রেখে চলছেন।
ব্যক্তিগত ৮৯ রানে স্টোক্স ও ৫৪ রানে ডকেট অপরাজিত আছেন।
সেঞ্চুরির পথে এগিয়ে চলা স্টোক্সকে দু’বার সাজঘরে পাঠানোর সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকরা। দু’বারই ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংলিশরা। দলীয় ৬৩ রানের মধ্যেই তিনটি উইকেট হারিয়েছে দলটি। শফিউল, সাকিব একটি করে উইকেট পেয়েছেন। সাব্বির রহমান একটি রান আউট করেছেন।
প্রথম উইকেটে জেমস ভিঞ্চির পর জেসন রয়ের উইকেট হারায় দলটি। ইংলিশরা জনি বেয়ারস্টোর তৃতীয় উইকেটটি হারায় রান আউটের শিকার হয়ে।
সাকিব আল হাসানের বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন রয় (৪১)।
ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ জয়ের লক্ষ্যে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সবশেষ চারবারের দেখায় তিন ম্যাচেই শেষ হাসি হাসে টাইগাররা। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে যায় ইংলিশরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০