স্পোর্টস ডেস্ক: সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে বড় সংগ্রহের পথে হাটছে স্বাগতিক ভারত।রোহিত শর্মার ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে দিন শেষে আট উইকেট হারিয়ে ২শ২৭ রান করেছে বিরাট কোহলির দল।
ইডেন গার্ডেনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অবশ্য খুব একটা সুবিধে করতে পারেনি ভারত। নিউজিল্যান্ড বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। ৪৫ রান আসে চলতি সিরিজে আগের তিন ইনিংসে বাজে খেলা অধিনায়ক কোহির ব্যাট থেকে।
তবে শেষদিকে রোহিত শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় লিড নিতে পারে দলটি। রোহিত ৮২ রান করে মিচেল স্ট্যান্টনারের বলে আউট হয়েছেন। মাঠ ছাড়ার আগে উইকেটরক্ষক ঋদ্ধিমান শাহ ৩৯ ও ভুবেনশ্বর কুমার আট রানে অপরাজিত আছেন। কিউই বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি ও স্ট্যান্টনার। আর দুটি উইকেট পান ট্রেন্ট বোল্ট।
এর আগে দ্বিতীয় দিন ১২৮ রানে সাত উইকেট হারানো সফরকারীরা তৃতীয় দিন আরও ৭৬ রান যোগ করে ২০৪ রানে সবকটি উইকেট হারায়। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন স্পিন বোলার জিতেন প্যাটেল। ভারতীয় বোলারদের মধ্যে কুমার সর্বোচ্চ পাঁচ উইকেট পান। তিন উইকেট তুলে নেন মোহাম্মদ শামি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০