স্পোর্টস ডেস্কঃ অ্যান্টিগা টেস্টে বড় হারের শঙ্কা নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেল বাংলাদেশ। ম্যাচের তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ১১৫ রান। নুরুল হাসান সোহানকে নিয়ে বিরতির আগ পর্যন্ত সামাল দেন সাকিব আল হাসান। এখনো ৪৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
এর আগে দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত ৮ রান নিয়ে দিন শুরু করেছিলেন। কিন্তু এই ব্যাটার কাইল মেয়ার্সের বুকের উপরে ওঠা বাউন্স বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ১৭ রান করে।
এরপর মুমিনুল মেয়ার্সের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন। প্রথম ইনিংসে এই ব্যাটার আউট হয়েছিলেন শূন্য রানে। এবার করলেন মাত্র ৪ রান। কেমার রোচকে কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ১৭ রান করা লিটন দাস। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা মাহমুদুল হাসান জয় ৪২ রানে তিনি রোচের করা অফ স্টাম্পের অনেক বাইরে বল খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১০৩ রান করে অল আউট হয়েছিল বাংলাদেশ। জবাবে উইন্ডিজের প্রথম ইনিংস থেমেছে ২৬৫ রানে। ক্যারিবীয়দের চেয়ে ১৬২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে টাইগাররা ধুঁকছে দ্বিতীয় ইনিংসেও। বড় হারের শঙ্কা থাকছে সাকিবের দলের সামনে।