স্পোর্টস ডেস্ক:: ভক্ত-সমর্থকদের জন্য এক দারুণ উদাহরণ তৈরি করলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন। প্রতিপক্ষের গোলরক্ষকও ওই ভক্তের শট আটকানোর চেষ্টা করেননি। গুডিসন পার্কে তাই এভারটন ও কিয়েভ ম্যাচটি তৈরি করলো এক উদাহরণ।
প্রাক-মৌসুমের প্রস্তুুতির ম্যাচটির নাম দেওয়া হয়েছিলো ‘শান্তির জন্য ম্যাচ।’ ইউক্রেনে রাশিয়া আক্রমণের প্রতিবাদেই প্রীতি ম্যাচটির নাম হয় ‘ম্যাচ ফর পিস।’ ম্যাচটিতে মূলত ৩-০ ব্যবধানে জিতেছে এভারটন। তবে ওই ভক্তের গোলটি হিসেবে ধরলে ব্যবধান হবে ৪-০।
ম্যাচের প্রথমার্ধে ডমিনিক ক্যালভার্ট–লেউইনের গোলে লিড নেয় এভারটন। ডুইট ম্যাকনেইলের জোড়া গোলে পরে ব্যবধান বাড়ায় দলটি। ম্যাচে এভারটনের কোচ ফ্রাস্ক ল্যাম্পার্ড বদলী নামিয়ে ছিলেন ভক্ত স্ট্রাটনকে। মাঠে নামার আগে আবেগী এই সমর্থক বারবার চুমু খাচ্ছিলেন এভারটনের ব্যাজে। তিনি মাঠে নামার সময় করতালিতে মুখরিত হয়ে উঠে গুডিসন পার্ক।
মাঠে নামানো ওই সমর্থককে পেনাল্টি শট নিতে দেওয়া হয়। কিয়েভের গোলরক্ষক নিজ জায়গায় দাঁড়িয়ে থেকে স্ট্রাটনকে গোল করার সুযোগ করে দেন। গোল করার পর সবাই তাকে অভিনন্দন জানানও।
আন্তর্জাতিক গণমাধ্যম ‘লিভারপুল ইকো’ জানিয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় শরণার্থীদের জন্য স্ট্রাটন খাবার নিয়ে যান। শরণার্থীদের সঙ্গে চারদিন সময়ও কাটান তিনি। ইউক্রেনের দিনামো কিয়েভ থেকে এভারটনে যোগ দেন ভিতালি মায়কোলেস্কো। তিনিই মূলত কোচের সঙ্গে কথা বলে এভারটনের ওই সমর্থককে এই সুযোগ করে দেন। যুদ্ধের শুরু থেকেই তিনি বেশ সরব। প্রতিবাদ করছেন রাশিয়া আক্রমণের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০