স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ শেষে দেশে ফিরে আবার যুক্তরাষ্ট্রে উড়ে যাচ্ছেন সাকিব আল হাসান। সেখানে মেজর ক্রিকেট লিগে (এমএলসি) লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। দেশ ছাড়ার আগে মঙ্গলবার বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাকে মুখ খুলতে হয় ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে।
সাকিব বলেন, ‘আপাতত পরিকল্পনা, সামনে থাকা দুইটা টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা। একটা এমএলসি, যেটা খেলতে এখন যাচ্ছি। এরপর কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি আছে। এই দুটি টুর্নামেন্ট খেলি। আন্তর্জাতিক ক্রিকেট আছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। আপাতত এটুকুই। এর বেশি পরিকল্পনা করিনি।’
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে হতাশা আছে সাকিবের। টুর্নামেন্টে বাংলাদেশ দলের যে জায়গায় যাওয়া উচিত ছিল, বাংলাদেশ সে পর্যন্ত যেতে পারেনি বলেই মনে করেন তিনি। কেন যেতে পারেনি, এমন প্রশ্নে তাঁর উত্তর, ‘এটা বলা মুশকিল। যাঁরা নীতিনির্ধারক আছেন, তাঁরা ভালো বলতে পারবেন। কোচ, অধিনায়ক, দলের যাঁরা আরও অংশ আছেন, সঙ্গে ক্রিকেট অপারেশনস, বোর্ড সবাই মিলে সিদ্ধান্ত নেবেন। তাঁরা আলাপ-আলোচনা করে বুঝতে পারবেন, কোথায় কিসের ঘাটতি ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post