নিজস্ব প্রতিবেদকঃ এবাদত হোসেনের চোটে এশিয়া কাপের দলে যুক্ত হওয়া তানজিম হাসান সাকিব যাচ্ছেন বিশ্বকাপে। জাতীয় দলের জার্সিতে অভিষেকে দ্যুতি ছড়ানো এই পেসার বিশ্বকাপেও আলো ছড়ানোর অপেক্ষায়। বুধবার ভারত রওয়ানা হওয়ার আগে গণমাধ্যমকে জানান, তাঁকে সাহস দিচ্ছে ২০২০ সালে জয় করা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
সাকিব ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন। এবার প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বড়দের বিশ্বকাপে। এ নিয়ে রোমাঞ্চের কমতি নেই তাঁর। সাকিব বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতাটা ছিল অবশ্যই স্বপ্নের মতো আর এখন বড়দের সাথে যাচ্ছি। ভালো খেলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওইটা আমাকে অনেক মোটিভেশন দেয় কারণ একটা বিশ্বকাপ জিতছি সো আমার কোনো ধরনের ভয় কাজ করে না। মানসিকভাবে অনেক শক্তিশালী আছি। সো এটা আমাকে অনেক মোটিভেশন দেয়।’
বিশ্বকাপে সাকিবের আছে শেখার আগ্রহও। নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয়ও জানান তিনি। সাকিব বলেন, ‘প্রথমবারের মতো যাচ্ছি আমি আমি চেষ্টা করব যতো পারা যায় শেখা যায় এখান থেকে। বিশ্বকাপে পৃথিবীর বড় বড় ক্রিকেটাররা ওখানে যাবে প্রত্যেকটা দেশের। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে খেলার জন্য আর শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post