ভাইরাস জ্বরে আক্রান্ত রায়না দ্বিতীয় ম্যাচও খেলতে পারছেন না

0
18

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের দল থেকেও বাদ পড়লেন সুরেশ রায়না। ভাইরাসজনিত জ্বরের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি সুরেশ রায়না।

জ্বরে আক্রান্ত হয়ে তিনি ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও মাঠে নামছেন না। এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় দ্বিতীয় একদিনের ম্যাচেও খেলতে পারছেন না এই ভারতীয় ব্যাটসম্যান।

ইতোমধ্যে ভারত অবশ্য প্রথম ম্যাচ জিতে নিয়েছে। ১০১ বল বাকি থাকতে ৬ উইকেটের  জয় তুলে নেয়  স্বাগতিকরা। প্রথম ম্যাচে দুই উইকেট নেওয়া কেদার যাদব থাকছেন দলে।

মঙ্গলবার কোটলার নেটে অনেকক্ষণ অনুশীলন করেন রায়না। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় খেলতে পারবেন না এ বাঁহাতি। ম্যাচের জন্য ফিট নন তিনি।

সএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here