স্পোর্টস ডেস্কঃ আরেকটি বড় হারে শেষ বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। মঙ্গলবার রাতে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেটে হারল নিগার সুলতানার দল। প্রথম তিন ম্যাচ হেরে আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় টাইগ্রেসদের। শেষ ম্যাচটি ছিল স্রেফ আনুষ্ঠানিকতার। সেখানেও ব্যর্থ লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে জাহানারার বিস্ময়কর দাবি, তিনটি ম্যাচে ভালো সুযোগ তৈরি করতে পেরেছিলেন তারা। সেখানে দায় দিলেন তিনি ভাগ্যকে। জাহানারা বলেন, ‘এটা আমাদের পঞ্চম বিশ্বকাপ। প্রতিটি বিশ্বকাপ দলের গর্বিত সদস্যা আমি। এবারের বিশ্বকাপকে তবু আমি ব্যতিক্রম মনে করি। এবার তিনটি ম্যাচে খুব কাছাকাছি গিয়েছিলাম আমরা। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং আজকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিউ জিল্যান্ড ম্যাচই শুধু ব্যতিক্রম। তিনটি ম্যাচে আমরা কাছাকাছি ছিলাম।”
‘হয়তো ভাগ্য আমাদের পক্ষে ছিল না। আশা করি, পরের বিশ্বকাপে ভাগ্যকে পাশে পাব আমরা। আমাতের ম্যাচ পরিকল্পনা নিয়ে আরও কাজ করব। পরিকল্পনার বাস্তবায়ন আমরা আরও ভালোভাবে করব। এখান থেকে অনেক কিছু আমরা বয়ে নিতে পারব। অনেক ম্যাচ আছে সামনে। আশা করি সেই ইতিবাচক দিকগুলো আমরা কাজে লাগাব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০