স্পোর্টস ডেস্কঃ ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন প্যাট কামিন্স। আর সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন তাইজুল ইসলামকে। একইসাথে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ফিলিপসকেও পেছনে ফেলেছেন।
ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে পার্থে প্রথম টেস্টে কামিন্স দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট নেন। তবে দ্বিতীয় টেস্টে মেলবোর্নে দারুণ করেন। বক্সিং ডে টেস্টে দুই ইনিংসেই ৫ উইকেট করে পেয়েছেন। সব মিলিয়ে ১০ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিয়েছেন দলকে। সামনে থেকে নেতৃত্ব দিয়েই জিতিয়েছেন। যার বদৌলতে মাস সেরা হয়েছেন।
এদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পারফর্ম করেই মূলত সেরা হওয়ার দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় নাম লিখিয়েছিলেন বাংলাদেশের তাইজুল। গেল ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্টে ১০ উইকেট শিকার করেন তাইজুল। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করে, ঘরের মাঠে প্রথমবার টেস্টে কিউইদের হারানোর ইতিহাস গড়েন। বল হাতে এমন পারফরম্যান্সে হন ম্যাচ সেরাও।
এরপর দ্বিতীয় টেস্টে দল হারলেও, আরও ৫ উইকেট পান তিনি। দুই ম্যাচ মিলিয়ে ১৫ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সেই পারফরম্যান্সেই মাস সেরা হওয়ার দৌড়ে নাম লিখিয়েছিলেন তাইজুল। তবে দারুণ পারফর্ম করলেও কামিন্সের সাথে মাস সেরার লড়াইয়ে পেরে উঠলেন না শেষ পর্যন্ত।
এদিকে নারীদের ক্রিকেটে ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দীপ্তি শর্মা। তার সাথে সংক্ষিপ্ত তালিকায় ঠাই পেয়েছেন ভারতের সতীর্থ জেমিমাহ রদ্রিগেজ ও জিম্বাবুয়ের প্রেশাস মারাঙ্গে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post