স্পোর্টস ডেস্কঃ এক মাস ব্যাপি চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে আজ রাতে। ফাইনালের মধ্য দিয়ে শেষ হচ্ছে টুর্নামেন্টের। বার্বাডোজে রাত সাড়ে ৮টায় ফাইনালের মহারণে মুখোমুখি লড়াইয়ে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মেন ইন ব্লু’দের সামনে দ্বিতীয় আর প্রোটিয়াদের সামনে প্রথম শিরোপা জয়ের সুযোগ।
আইসিসির বৈশ্বিক আসরে দীর্ঘদিন শিরোপা নেই ভারতের। একেবারে কাছে গিয়েও হতাশ হতে হয়েছে অনেকবার। মাস ছয়েক আগেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেও, ঘরের মাঠে পরাজয় বরণ করে নিতে হয়েছে। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হারতে হয়েছে। আইসিসির আসরগুলোতে নিয়মিত সেমি ফাইনাল, ফাইনাল খেললেও শিরোপা দেখা পাচ্ছে না ভারত।
আরও একবার ফাইনালে ভারত, তবে এবার আর সেই পরাজয় বরণ করে নিতে চান না প্রধান কোচ রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের নিজের খেলোয়াড়ি জীবনেও ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হারতে হয়েছিল। আর কোচ হিসেবেও একাধিক ফাইনালে হেরেছে দল। এবার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এসে ভাগ্যের সহায়তা চান দ্রাবিড়। জানিয়েছেন ভাগ্য সাথে থাকলে জিতবেন তিনি।
দ্রাবিড় বলেন, ‘এটা দারুণ ব্যাপার যে আমরা ধারাবাহিক দল এবং ভালো ক্রিকেট খেলছি। অনেক বছর ধরেই এটা চলছে। বিশেষ করে গেল বছর, তিন ফরম্যাটেই এক নম্বর দল (র্যাঙ্কিংয়ে) হতে পারা, ফাইনালে খেলা… এসব দারুণ। ছেলেদেরকে সেই কৃতিত্ব দিতেই হয় এবং ওদের অনেকেই টেস্ট ক্রিকেট খেলে, ওয়ানডে খেলে ও টি-টোয়েন্টিতেও খেলছে।’
দ্রাবিড় আরও বলেন, ‘ভারতীয় দল অনেক ধারাবাহিকতা দেখিয়েছে এবং এটা ভালো ব্যাপার। এবার যদি আমরা ভালো খেলি, যদি ভাগ্যকে পাশে পাই ও অন্যান্য সবকিছু ঠিক রাখতে পারি, তাহলে আশা করি জিতব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post