স্পোর্টস ডেস্ক:: সিলেট স্ট্রাইকার্স যেনো ‘ছোট’ হাসপাতাল। একের পর এক ইনজুরিত আক্রান্ত হচ্ছেন স্ট্রাইকার্সরা। ‘ভাঙাচোরা’ দল নিয়ে খেলতে হচ্ছে স্ট্রাইকার্সদের। একাদশ দাঁড় করানোটাই তাদের কাছে এখন বিশাল এক চিন্তার বিষয়। তানজীম সাকিব, কর্নওয়াল, আল আমিন, জাকের-জাকির থেকে শুরু করে দলটির একাধিক ক্রিকেটার আছেন চোটে।
এবার সেই সঙ্কট আরো বাড়িয়ে দিলেন ইংলিশ অলরাউন্ডার রিস টপলি। চোটে পড়ে দেশেই ফিরে গেছেন তিনি। ঢাকা পর্বে সিলেট স্ট্রাইকার্সকে খেলতে হবে আরো তিন ম্যাচ। এখন একাদশ করা নিয়েই যে চিন্তার শেষ নেই স্ট্রাইকার্স কোচের।
একের পর এক ক্রিকেটার ইনজুরিতে পড়লেও নতুন করে ক্রিকেটার নিতে পারছে না দলটি। বিদেশী কোনো ক্রিকেটার এখন পাওয়া যাচ্ছে না। ভালো দেশীয়ও নেই। নিজেদে পরিকল্পনা থেকে সরে গিয়ে তাই কোনো মতে একটা দলকে মাঠে নামাতে পারলেই যেনো বাঁচে স্ট্রাইকার্স ম্যানেজম্যান্ট।
চট্টগ্রাম পর্বে শেষ ম্যাচ হারের পর চোটে জর্জর দল নিয় আক্ষেপ করে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক বলেছিলেন, ‘একাদশ দাঁড় করানোই কঠিন… ভাঙাচোরা দল নিয়ে খেলতে হচ্ছে।’
গতকাল শনিবারই দেশে ফিরে গেছেন রিস টপলি। চোটাক্রান্ত ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার শনিবার রাতে ফিরে গেছেন দেশে। সামাজিক মাধ্যমে সিলেট স্ট্রাইকার্স জানায়, টপলির ডান হাঁটুতে ‘হাইপারএক্সটেনশন ইনজুরি’ হয়েছে। এছাড়া হ্যামস্ট্রিংয়েও সমস্যা অনুভব করছেন ৩০ বছর বয়সী পেসার, ব্যথা আছে কুঁচকিতেও।
সিলেটের পেসার তানজিম হাসান চোটের কারণে চট্টগ্রামে মঠেি নামতে পারেননি। চোটের কারণে আগেই বিপিএল ছেড়ে গেছেন রাহকিম কর্নওয়াল। চোটে আছেন দেশীয় আরো একাধিক ক্রিকেটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০